Bengali good morning messages with beautiful female pic and quote

Bengali good morning messages with beautiful female pic and quote|subho sokal suprobhat images sms bangla


আজকের দিনে  আমরা একে অপরকে সুন্দর সুন্দর গুড মর্নিং ইমেজে, মেসেজ, পিকচার,কবিতা এর দ্বারা উইশ করা অভ্যাসএ পরিণত করে ফেলেছি, সত্যি বলতে আমরা আজকের এই ব্যাস্ত সময়ে কারও কাছে যেয়ে Good morning wish করাসম্ভব নয়, তাই আমরা কিছু সুন্দর সুন্দর Bengali good morning messages with beautiful female pic and quote পোস্ট করলাম, যেই best good morning images, messages with female এই পিকচার গুলো ভালো লাগবেই!এই beautiful good morning Bengali pics গুলো ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্ট করে অবশ্যই জানান।



ঘুম ভাঙলো রোদ উঠলো রাত্রি বেলা শেষ
 সকাল বেলায় মনটা আজ লাগছে যে বেশ
 গায়ে রাখলো রোদের মৃদু আলো
 আলোর ছোঁয়ায় মনটা আজ লাগছে বেশ ভালো!
Good morning ☀️


সূর্য দিচ্ছে উঁকি।
জ্বলবেনা আর জোনাকি।
এসে গেছে সোনালি আলো ।নিভে
গেল রাতের কালো।
তাইতো আমাকে বলতে হলো।
দিনটা তোমার কাটুক ভালো।
 সুপ্রভাত।



সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক,
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক,
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল,
বন্ধু তোমাকে জানাই 
“” শুভ সকাল “”


চাঁদ তারা হারিয়ে গেছে,
রাতের আধার কেটে গেছে,
গাইছে গান পাখি ডালে,
সোনালিসূর্য পুব আকাশে,
উঠেছেহেসে নতুন করে,
” শুভ প্রভাত” জানাই তোমারে,
এই কামনা করি দিনটা যেন ভাল কাটে।




একটু খানি শোন,
একটু আমায় জানো ।
একটু সময় দিও,
একটু খবর নিও। একটু যখন একা,
একটু দিও দেখা।
একটু নিও খোঁজ,
বলব তোমায় রোজ ।
শুভ সকাল ।


ভোরের পাখি উড়ে যায় নীল আকাশের দূর পথে
 তোমায় নিয়ে কাটাবো সারাজীবন একি সাথে
 ভোরের আলো ফুটবে যখন
 তোমার খোঁজে মনটা ছুটবে তখন
 🌞গুড মর্নিং 🌞





সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক,
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক,
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল,
বন্ধু তোমাকে জানাই
⛅ শুভ সকাল ⛅
.



তুমি আমার মনের আশা
একমাত্র ভালোবাসা 
তুমি আমার ফুলের সৌরভ,
 তুমিই আমার গৌরভ 
তুমি আমার চলার সাথী,
 নীল আকাশের নীল পাখি 
তুমি আমার সন্ধ্যা তারা, 
তোমায় ছাড়া জীবন হারা 
🌞 🌞শুভ সকাল 🌞🌞


Subho sokal images with beautiful female



You are the woman of my dreams, the one that understands what true love really means!
😘 😘Good morning 😘😘



Thank you is not enough to express 
our gratitude for all you do for us. 
There is no gift like you on our lives!
 I love you
 and
 🌞🌞Good morning 🌅🌅





তোমার চোখের কাজলে আমার
 ভালবাসার কথা লেখা থাকবে,
আমায় ভালবাসবে আর মনে রাখবে।
তোমার স্মৃতির আঁচলে আমার
 প্রেমের প্রদীপখানি জানি ঢাকবে।
আমায় ভালবাসবে আর মনে রাখবে।
সুপ্রভাত!



আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে 🌞
 জানুয়ারী মাসে তার হাটু জল থাকে 🌞
পার হয়ে যায় গরু পার হয় গাধা 🌞
 তোর কথা মনে পড়ে ওরে হারামজাদা!
গুড মর্নিং





আমি দূর হতে তোমারেই দেখেছি,
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি,
বাজে কিনিকিনি রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি একেঁছি!
শুভ সকাল


যতো দুরে যাও না কেন আছি তোমার পাশে,
 তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে।
 কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবে যেই,
 যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই…
সুপ্রভাত!



তাকেই ভালোবাসো যে তোমাকে কষ্ট দেয় … 
তাকে কষ্ট দিও না … যে তোমায় ভালবাসে 
হয়ত পৃথিবীর কাছে তুমি কিছুই না …
 কিন্তু কারো কারো কাছে তুমিই তার পৃথিবী!
🌹 শুভ সকাল 🌹


আজকের এই দিন গুলো কাল সৃতি হয়ে যাবে,
 মনের খাতায় কোনো পাতায় লেখা হয়ে রবে।
 কালকে এই পাতা গুলো একটু উল্টে দেখো,
 আবছা সব সৃতির মাঝে আমায় খুঁজে পাবে…
🌞শুভ সকাল 🌞



তুমি তার জন্য হাঁসো 🌹
যে তোমার জন্য কাঁদে.
তুমি তার জন্য হারো,
যে তোমার জন্য জেতে 🌹
আজীবন তুমি তাকেই ভালোবেসো 🌹
যে তোমাকে তোমার থেকেও বেশি ভালবাসে 🌹



চোখের কোনে জমে আছে একটু খানি পানি,
 মুছে দিতে আসবেনা কেউ এ-কথাও জানি
অনেক আপন ছিলে তুমি হঠাত হলে পর,
 আমার খবর নাইবা নিলে, 
তোমার কি খবর ?
শুভ সকাল!


Beautiful good morning messages and quotes
in bengali


































Post a Comment

0 Comments